বাংলাদেশ থেকে হজ্জ্ব সার্ভিস



HT Travel আপনার হজ্জ্বের পাশাপাশি মক্কা ও মদীনার বিভিন্ন ঐতিহাসিক যায়গাগুলোর পরিদর্শন করিয়ে থাকে। আমাদের ওমরাহ হজ্জ্বের প্যাকেজে বেশ কতগুলো যায়গার পরিদর্শন অটোম্যাটিকেলি পাবেন তাছাড়া আপনার কাঙ্খিত যায়গাটিও ঘুরতে যাওয়ার সুযোগ করে নিতে পারেন (শর্ত সাপেক্ষে)।
আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে শুনতে পাই, অনেকেই মুসলিম হিসাবে আমাদের জীবনে অন্তত একবার হলেও ফরয কাজ হজ্জ্ব প্রতিপালন যা সকলের চিন্তায় থাকার পরও হয়ে উঠে না বিভিন্ন কারনে। তারমধ্যে প্রথম কারণ হচ্ছে সঠিকভাবে হজ্জ্বের জন্য রেজিষ্ট্রেশন করতে না পারা যার কারনে ভিসা ও হোটেলের জটিলতায় পবিত্র হজ্জ্ব প্রক্রিয়া সম্পন্ন হয় না বা অনেক যায়গায় অনেক ভাবে ভুগান্তির স্বিকার হতে হয়।
এসব সমস্যার সমাধানে আমরা (HT Travel) আছি আপনার পাশে। যেকোন সময় আল্লাহর ঘর কাবা শরীফ এবং আল্লাহর প্রিয় হাবীব রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের রওজা মোবারক এবং অন্যান্য ইসলামিক পবিত্র স্থান সমূহের পরিদর্শনে আজই আমাদেরকে কল করুন।
আপনি কি হজ্জ্বে প্রি-রেজিস্ট্রেশন বা বুকিং দিতে চাচ্ছেন ?
আমাদের ওমরাহ হজ্জ্বের প্যাকেজগুলো নিম্নরূপ
আপনারা কি কি সুবিধা দিয়ে থাকেন?
- ওমরাহ ট্রেইনিং
- ভিসা প্রসেসিং
- ভালো মানের ২/৪/৫ স্টার মানের হোটেলে থাকার ব্যবস্থা
- অভিজ্ঞ মোয়াল্লিম দ্বারা হজ্জ্ব পরিচালনা
- তাছাড়া পবিত্র স্থানসমূহের যিয়ারতে অভিজ্ঞ গাইডতো থাকছেই
পবিত্র হজ্জ্বে ধাপগুলো কি কি ?
- হজ্জ্বের উদ্দ্যেশে কাবা চত্তরে প্রবেশ
- কাবা শরীফ তাওয়াফ করা
- সাফা – মারওয়া সায়ী (৭ বার)
- মিনার উদ্দ্যেশে রওয়ানা দেয়া
- আরায়ফাতে অবস্থান
- মুজদালিফায় রাত্রি যাপন
- মিনায় পাথর নিক্ষেপ
- কোরবানি
- মাথা মুন্ডন এবং ইহরাম খুলে ফেলা
- কাবায় ফিরে তাওয়াফ করা
- পুনরায় মিনায় পাথর নিক্ষেপ
- আবার কাবায় তাওয়াফ করার মাধ্যমে হজ্জ্ব প্রক্রিয়া সম্পন্ন করা হয়
পবিত্র হজ্জ্ব ও ওমরাহ হজ্জ্ব সার্ভিসে এজেন্ট হিসাবে কাজ করতে পারবো কি?
আমাদের সাথে কাজ করতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে স্বাগতম ও ধন্যবাদ। হ্যা, আপনি আমাদের এজেন্ট হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন।
এজন্য নিম্নের লিংক এ প্রবেশ করে আপনার পরিচয়ে ফর্মটি পূর্ণ করে আমাদেরকে পাঠিয়ে দিন। তারপর আমরাই আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ।
অনলাইন বুকিং
ভিসা প্রসেসিং
পবিত্র হজ্জ্ব পালন ও স্থান পরিদর্শন
নিরাপদে দেশে ফেরা
বাংলাদেশ থেকে সর্বনিম্ন খরচে হজ্জ্ব ও ওমরাহ পালন
ওমরাহ ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
- প্রথমত – আপনার বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে
- পাসপোর্টে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে
- এনআইডি বা স্মার্ট আইডি কার্ড (অরিজিনালটা নিয়ে আসবেন)
- প্রাপ্ত বয়স্ক মহিলা হলে তার জন্য অভিভাবকের কাছ থেকে অথোরাইজেশন লেটার লাগবে একটি
- তাছাড়া স্বামী স্ত্রী হলে বিবাহ সার্টিফিকেট থাকতে হবে।